English

26.5 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

মেসি পাশে না থাকলে আজ আমি পথে পথে থাকতাম: দানি আলভেস

- Advertisements -

নাসিম রুমি: ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেস ফের একবার প্রকাশ করলেন লিওনেল মেসির প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা। এক সাক্ষাৎকারে আলভেস জানিয়েছেন, বার্সেলোনা থেকে বের হওয়ার পর তার জীবনযুদ্ধে পাশে থেকেছেন একজনই—লিও মেসি।

‘মেসি এখনো আমার খোঁজখবর নেয়। আমি বার্সেলোনায় যে অ্যাপার্টমেন্টে থাকি, সেটা মেসির। জেল থেকে বের হওয়ার পর সে আমার থাকার জায়গার ব্যবস্থা করে দেয়। ওখানে থাকার সময় সে আমাকে অনেক সাহায্য করেছে। এখন সে আমার ব্যাংক অ্যাকাউন্ট আনলক করতেও আইনজীবীদের খরচ দিচ্ছে— যেন আমি নিজের অর্থ ব্যবহার করতে পারি,’ বলেন আলভেস।

বার্সেলোনায় তাদের সময়টা নিয়ে মেসির অনুভূতি নিয়েও মুখ খোলেন এই ডিফেন্ডার।

‘মেসি আমাকে সবসময় বলে, আমরা বার্সেলোনায় দারুণ সময় কাটিয়েছি। তুমি ক্লাবের জন্য অনেক কিছু দিয়েছ। তোমার কষ্টে থাকা আমার, তোমার, বার্সা সমর্থক এবং ক্লাবের জন্য লজ্জাজনক হবে। তুমি একজন কিংবদন্তি, তোমার জীবনে ভালো থাকা উচিত।’

সাক্ষাৎকারে দানি আলভেস বলেন, ‘যদি মেসি না থাকত, হয়তো আমি এখন রাস্তায় থাকতাম। আমি গৃহহীন হয়ে যেতাম। লিও মেসির প্রতি আমি কৃতজ্ঞ—সত্যিই কৃতজ্ঞ।’

বার্সেলোনায় এক দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে খেলেছেন মেসি ও আলভেস। সেই বন্ধন মাঠ ছাড়িয়ে ব্যক্তিজীবনেও যে কতটা গভীর, তা স্পষ্ট বোঝা যায় আলভেসের এই আবেগঘন মন্তব্যে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x8wy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন