English

28.2 C
Dhaka
রবিবার, আগস্ট ১৭, ২০২৫
- Advertisement -

মোদির সঙ্গে দেখা করবেন মেসি

- Advertisements -

অবশেষে নিশ্চিত হয়েছে—এ বছর ডিসেম্বরেই ভারত সফরে আসছেন লিওনেল মেসি। ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’-এর অংশ হিসেবে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা ভারতের তিন শহরে ভ্রমণ করবেন।

সফরের সূচনা হবে কলকাতা থেকে, ১২ ডিসেম্বর। এরপর তিনি যাবেন আহমেদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর খবরে এমনটাই বলা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২০১১ সালের পর এটিই তার প্রথম ভারত সফর। তখন তিনি ভেনেজুয়েলার বিপক্ষে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে ইভেন্টের আয়োজক সতদ্রু দত্ত জানিয়েছেন, মেসি আগস্টের শেষ সপ্তাহে ট্যুরের অফিসিয়াল পোস্টার প্রকাশ করবেন। তিনি এ বছরের ফেব্রুয়ারিতে মেসির বাসায় গিয়ে ৪৫ মিনিটের বৈঠকে পরিকল্পনা উপস্থাপন করেন। মেসি এতে রাজি হন।

আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত না হলেও, মেসির সঙ্গে ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো দে পল, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সের্হিও বুসকেতসও ভারত সফরে যেতে পারেন।

কলকাতায় দুই দিন এক রাত অবস্থান করবেন মেসি। ১৩ ডিসেম্বর তার হোটেলে হবে বিশেষ ‘মিট-অ্যান্ড-গ্রিট’ অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হবে আর্জেন্টাইন ‘মাতে’ চা ও ভারতের আসাম চায়ের ফিউশন। থাকছে ইলিশসহ বাঙালি মাছ ও মিষ্টির আয়োজনও।

দুর্গাপূজার সময় কলকাতায় মেসির জন্য ২৫ ফুট উঁচু ও ২০ ফুট প্রশস্ত একটি দেয়ালচিত্রও উন্মোচন করা হবে, যেখানে ভক্তরা শুভেচ্ছা লিখতে পারবেন। এই ম্যুরাল পরে মেসিকে উপহার দেওয়া হবে ‘গোট (GOAT) কনসার্ট’-এর সময়।

এদিকে মাঠে ফেরার অপেক্ষায়ও আছেন মেসি। আগামী শনিবার লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচে ইন্টার মায়ামির হয়ে নামার সম্ভাবনা রয়েছে তার। আগস্টের শুরুতে লিগস কাপের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পান তিনি। বর্তমানে তিনি অনুশীলনে ফিরেছেন এবং কোচ হাভিয়ের মাচেরানোর ভাষ্য অনুযায়ী, তিনি খেলতে প্রস্তুত।

এখন পর্যন্ত মেজর লিগ সকারে ১৮ ম্যাচে ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা। গোল্ডেন বুট রেসে এগিয়ে আছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8uwy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন