ইনজুরি এড়িয়ে নতুন ক্লাবে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে ম্যানচেস্টার সিটির হয়ে আসন্ন ক্লাব বিশ্বকাপে না খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন কেভিন ডি ব্রুইনা। এ মৌসুমের পরেই সিটির সঙ্গে ডি ব্রুইনার চলমান চুক্তির মেয়াদ শেষ যাচ্ছে। ইতোমধ্যেই বেলজিয়ান এই তারকা সিটির সঙ্গে ১০ বছরের সম্পর্কের অবসানের ঘোষণা দিয়েছেন। কিন্তু পেপ গার্দিওলার দলের হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে সংক্ষিপ্ত সময়ের জন্য চুক্তি নবায়নের একটি সম্ভাবনা দেখা দিয়েছিল।
ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ক্লাবগুলোর জন্য ফিফা এবারই প্রথমবারের মত গ্রীষ্মকালীন ট্রান্সফারে দুটি উইন্ডো খোলার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অতিরিক্ত খেলোয়াড় রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। এ কারণেই ডি ব্রুইনার সামনে সিটিতে থেকে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। আগামী ১৮ জুন ফিলাডেলফিয়ায় মরোক্কান ক্লাব ওয়াইদাদ এসির বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে ম্যানসিটি।
যদিও ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করে ৩৩ বছর বয়সী ডি ব্রুইনা জুনের টুর্নামেন্টে অংশ নিতে চাইছেন না। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘কার্যত এর কোন অর্থ নেই। চুক্তির মধ্যবর্তী সময় হলে এ ধরনের নতুন টুর্নামেন্টের কথা বিবেচনা করা যায়। আমাকে নিজের দিকে নজর দিতে হবে। কারণ আমি যদি ক্লাব বিশ্বকাপে ইনজুরিতে পড়ি তবে কোথায় যাব। কেউ আমাকে ঐ সময় যত্ন নিবে না। সে কারণেই সিটির হয়ে আমার না খেলার সম্ভাবনাই বেশী। কিন্তু এখনো কোন কিছুই চূড়ান্ত নয়। দেখা যাক কি হয়।’