নাসিম রুমি: ক্লাব বিশ্বকাপে হচ্ছেটা কী? নামীদামী সব দল মুখ থুবড়ে পড়ছে অখ্যাত সব ক্লাবের সামনে। এবার ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শেষ হওয়া শেষ ষোলোর ম্যাচটিতে পেপ গার্দিওলার দলকে তারা ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে। নিজেদের প্রথম ম্যাচেই আল হিলাল রুখে দিয়েছিল রিয়াল মাদ্রিদের মতো দলকে।
অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৯ম মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে গিয়েছিল সিটি। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারাই। প্রথমার্ধে অবশ্য ব্যবধান আরও বাড়াতে পারত তারা। কিন্তু বাধার দেয়াল হয়ে দাঁড়ান আল হিলাল গোলরক্ষক ইয়েসিন বুনো। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি্ ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
বিরতির পরই শুরু হয় আসল খেলা। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে ম্যাচ সমতা ফেরায় নেইমারের সাবেক ক্লাব। এর ৬ মিনিট পর সিটিকে স্তব্ধ করে স্কোরলাইন ২-১ করে ফেলেন ম্যালকম। যদিও এই লিড ৩ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। আর্লিং হলান্ডের গোলে ম্যাচে ফের সমতা ফেরায় সিটি। আক্রমণ প্রতি-আক্রমণে জমে উঠে ম্যাচ। কিন্তু নির্ধারিত সময়ে কোনো দলই আর গোল পায়নি।
অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটি কালিদু কোলিবালির গোলে আবারও এগিয়ে যায় আল হিলাল। এর ৮ মিনিট পর সিটি আবারও সমতায় ফেরে ফিল ফোডেনের গোলে। ম্যাচের ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-৩ করেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পেপ গার্দিওলার দল। আগামী শুক্রবার রাত ১টায় ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে সৌদি আরবের ক্লাবটি।