English

31 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
- Advertisement -

রিজওয়ান বরখাস্ত, পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা

- Advertisements -

নাসিম রুমি: আরও একবার অধিনায়ক বদলে চমক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অল্প সময়ের মাঝেই যাদের নির্বাচক, কোচ ও অধিনায়ক বদলের বেশ খ্যাতি আছে! কয়েকদিন ধরে চলমান গুঞ্জন সত্যি করে ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দিয়েছে পিসিবি। ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র একটি টি-টোয়েন্টি সিরিজ শেষেই আচমকা অধিনায়কত্ব হারানো শাহিন শাহ আফ্রিদিকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

বর্তমানে ঘরের মাঠে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিচ্ছে পাকিস্তান। দ্বিতীয় টেস্ট চলার মাঝেই গতকাল (সোমবার) পাকিস্তানের ওয়ানডে ফরম্যাটে শাহিনকে অধিনায়ক করার এই ঘোষণা দেওয়া হয়। প্রোটিয়াদের চলমান সফরেই বাঁ-হাতি এই পেসারের দ্বিতীয় দফায় পাকিস্তানের অধিনায়কত্ব অধ্যায় শুরু হবে। দুটি টেস্ট শেষে ২৮ অক্টোবর থেকে তিনটি টি-টোয়েন্টি এবং ৪ নভেম্বর থেকে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের সঙ্গে চলমান টেস্টেও খেলছেন রিজওয়ান-শাহিন। হঠাৎ করেই কেন রিজওয়ানকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সেই কারণ পিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে এমন সিদ্ধান্ত জানানোর আগে ইসলামাবাদে গতকাল সভায় বসেছিলেন নির্বাচক কমিটি ও পাকিস্তানের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ মাইক হেসন। ইএসপিএন ক্রিকইনফো বলছে, হেসনই মূলত অধিনায়ক বদলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পিসিবি সভাপতি মহসিন নাকভিকে নির্বাচক ও পরামর্শক কমিটির সঙ্গে সভা আয়োজনের আহবান জানিয়েছিলেন।

 

অবশ্য কোচ মাইক হেসন রিজওয়ানকে সরিয়ে দেওয়ার ব্যাপারে একক আদেশ দেননি বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে শাহিন আফ্রিদি প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হয়ে সুখকর অভিজ্ঞতা পাননি। ২০২৪ সালের জানুয়ারিতে তার অধীনে পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে নিউজিল্যান্ডে। সেখানে ৪-১ ব্যবধানে পরাজয়ের পরই শাহিনকে আচমকা রিজওয়ানের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার মতো করেই বরখাস্ত করা হয়। এক সপ্তাহ পরে বাবর আজমকে দায়িত্ব দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায় ‘আনপ্রেডিক্টেবল’ দলটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/te7n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন