সালাম মাহমুদ: আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ মৌসুমকে সামনে রেখে ব্র্যান্ডিং, প্রচারণা ও ইমেজ মজবুত করার অংশ হিসেবে জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও সিফাত নুসরাতকে নিজেদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটালস। যা ক্রীড়া ও শোভিজ ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। রাজধানীতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সাইনিং সেরিমনিতে এ চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। সিফাত নুসরাত বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও জনপ্রিয় মুখ।
তার ফ্যাশন সেন্স, আধুনিক চিন্তা-চেতনা এবং তরুণ প্রজন্মের কাছে বিস্তৃত গ্রহণযোগ্যতা দলটির ব্র্যান্ড ভ্যালুকে আরও সমৃদ্ধ করবে এবং মতো পরিচিত ব্যক্তিত্ব যুক্ত হওয়ায় দেশের ক্রিকেট দর্শক, বিশেষ করে তরুণদের মধ্যে দলের প্রতি আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন ক্রীড়ামোদীরা।
নতুন মৌসুমকে সামনে রেখে দলটির সঙ্গে নুসরাতের এই সম্পৃক্ততা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা লাভ করেছে। সমর্থকরা মনে করছেন, সিফাত নুসরাতের উপস্থিতি দলটির প্রচারণার কার্যক্রমে নতুন গতি ও বৈচিত্র্য আনবে।
সিফাত নুসরাত সাইনিং সেরিমনিতে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি বিশ্বাস করি, দলটি আগামী মৌসুমে দারুণ কিছু করবে। দলের প্রচারণা ও ব্র্যান্ডিংকে আরও শক্তিশালী করতে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।”
ঢাকা ক্যাপিটালসের এই নতুন উদ্যোগকে অনেকেই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি ইতিবাচক ট্রেন্ড হিসেবে দেখছেন। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, জনপ্রিয় ব্যক্তিত্বদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করা দল ও ক্রিকেট উভয়েরই দৃশ্যমানতা বাড়াতে সাহায্য করবে।
নতুন মৌসুম শুরু হওয়ার আগেই এমন আলোচনাযোগ্য পদক্ষেপে ঢাকা ক্যাপিটালস আবারও সংবাদ শিরোনাম দখল করেছে। এখন দেখার বিষয়, মাঠের পারফরম্যান্সেও দলটি সমানভাবে আলো ছড়াতে পারে কি না—এমন প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন।
