English

26.2 C
Dhaka
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
- Advertisement -

রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসরের জয়

- Advertisements -

নাসিম রুমি: বয়স ৪০—কিন্তু যেন থেমে থাকার নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোলের ক্ষুধা, উদযাপনের উল্লাস আর শরীরী ভাষা—সবকিছুতেই এখনো আগের মতোই তীক্ষ্ণ তিনি। আর সেটাই প্রমাণ দিলেন নিজের দেশ পর্তুগালের মাটিতে, প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে।

পর্তুগালের আলগারভে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে রিও আভের বিপক্ষে ৪-০ গোলের জয়ে আল-নাসরের পক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো। ম্যাচের ১৫তম মিনিটে মোহামেদ সিমাকানের গোলে এগিয়ে যায় আল-নাসর। এরপর শুরু হয় রোনালদো শো।

প্রথমার্ধের ৪৪তম মিনিটে ডান দিক থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোলরক্ষক সেজারি মিসটাকে পরাস্ত করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে ১৭তম মিনিটে পেনাল্টি পেয়েছিলেন আল-নাসর। রোনালদো সেটি সতীর্থ সাদিও মানের হাতে তুলে দেন; কিন্তু মানে ব্যর্থ হন গোল করতে। তবে ফিরতি আক্রমণে বল পেয়ে মাথা দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে দেন রোনালদো।

২৩তম মিনিটে আবারও পেনাল্টি পায় আল-নাসর। এবার আর দায়িত্ব ছাড়েননি রোনালদো। নিজেই নিখুঁত শটে বল জড়ান বাঁ কোনায়। পূর্ণ হয় হ্যাটট্রিক। প্রস্তুতি ম্যাচ হলেও রোনালদোর পারফরম্যান্স ছিল একেবারে প্রতিযোগিতামূলক ম্যাচের মতোই দৃঢ়।

ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে রোনালদোর সংগ্রহ এখন ৯৩৮টি অফিসিয়াল গোল। ক্যারিয়ারের শেষ ধাপে এসেও তার লক্ষ্য স্পষ্ট—১,০০০ গোলের মাইলফলক ছোঁয়া। তার পেছনে আছেন লিওনেল মেসি, যিনি এখন পর্যন্ত করেছেন ৮৭৪টি গোল। দুজনের বয়সের পার্থক্য ২ বছর হলেও, শেষ হাসি কে হাসবেন, তা এখনো অনিশ্চিত।

চুক্তি নবায়নের জটিলতা কাটিয়ে আল-নাসরে থেকেই নতুন মৌসুমে নামছেন রোনালদো। গত সপ্তাহে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও একটি গোল করেছিলেন তিনি। আগামী রোববার আলমেরিয়ার বিপক্ষে স্পেনে হবে আল-নাসরের শেষ প্রস্তুতি ম্যাচ। এরপর শুরু হবে আসল লড়াই—সৌদি সুপার কাপের সেমিফাইনাল, যেখানে প্রতিপক্ষ আল-ইত্তিহাদ।

১০০০ গোলের পথ কি এভাবেই রাঙিয়ে রাঙিয়ে পেরিয়ে যাবেন রোনালদো? বয়সের বাধা মানছেন না তিনি, গোলের ক্ষুধাও যেন বেড়েই চলেছে!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/89ey
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন