বার্সেলোনার হয়ে এক শ’র বেশি গোল করা পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কিকে এবার বিদায় নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি গোলরক্ষক ইয়ান তোমাসজেভস্কি। তার মতে, কাতালান ক্লাবে লেভানদোভস্কির সময় শেষের পথে এবং সৌদি আরবে গেলে তা হবে সঠিক সিদ্ধান্ত।
এক সাক্ষাৎকারে তোমাসজেভস্কি জানান, ‘রবার্টের এখনই বার্সেলোনা ছেড়ে সৌদি আরবে যাওয়া উচিত। বিশ্বের সেরা খেলোয়াড়রা সেখানে গিয়েছেন, শুধু মেসি ছাড়া।সত্যি বলতে, এটাই শেষ। দলে সে খুব জনপ্রিয় নয়, আর সেরা খেলোয়াড়রা তাকে বলও দেয় না।’
৩৭-এর দোরগোড়ায় দাঁড়ানো লেভানদোস্কি বার্সায় চতুর্থ মৌসুমে পা দিতে যাচ্ছেন। তবে তোমাসজেভস্কির মতে, আগামী মৌসুমে তাকে বেঞ্চে বসতে হতে পারে।‘সে থাকতে চায়, এবং তার সেই অধিকার আছে। কিন্তু তাকে বুঝতে হবে, পরের মৌসুমে সে বদলি খেলোয়াড় হবে।’
সাবেক এই পোলিশ গোলকিপারের বিশ্বাস, লেভানদোস্কির বিদায়ে বার্সেলোনাও উপকৃত হবে, কারণ এতে ক্লাবের বেতন বাজেটে স্বস্তি আসবে এবং নতুন খেলোয়াড় আনার সুযোগ তৈরি হবে।
নতুন মৌসুমের আগে কোচ হ্যান্সি ফ্লিক যখন দল গুছিয়ে নিচ্ছেন, তখন এই মন্তব্য লেভানদোস্কির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে।