English

24 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬
- Advertisement -

শ্রীলংকাকে উড়িয়ে শীর্ষে সাবিনারা

- Advertisements -

সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। দুই গোলে পিছিয়ে পড়ার পরও সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকারের দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলংকাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে।

বুধবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ চতুর্থ রাউন্ডে খেলে তৃতীয় জয় তুলে নিল। চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বাংলাদেশ। দুইয়ে নেমে যাওয়া ভারতের অর্জন ৪ ম্যাচে ৯ পয়েন্ট।

প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ ড্র, এবং তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল তারা।

এদিন দ্বাদশ মিনিটে শ্রীলংকা প্রথম গোল করে এগিয়ে যায় এবং কিছু সময় পর ব্যবধান দ্বিগুণও করে। অষ্টাদশ মিনিটে বাংলাদেশ ম্যাচে ফিরে আসে; সাবিনা খাতুন কৃষ্ণার সঙ্গে দু’বার বল লিড দিয়ে চমৎকার শটে গোল করেন। প্রথমার্ধের শেষ মিনিটে বাইলাইন থেকে কৃষ্ণার কাটব্যাকে সাবিনার গোলে সমতা আসে।

দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ২৮তম মিনিটে সাবিনার কর্নারে মাতসুশিমা সুমাইয়া বাঁ পায়ের নিখুঁত শটে তৃতীয় গোল করেন। ৩৫তম মিনিটে সাবিনার পাসে কৃষ্ণা রানী সরকার চতুর্থ গোল নিশ্চিত করেন। তিন মিনিট পর সাবিনার ক্রস থেকে ফিরতি বল জালে পাঠান মাসুরা পারভীন। শেষ মিনিটে সাবিনার দুর্দান্ত পাসে ষষ্ঠ গোলটি করেন কৃষ্ণা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে লড়বে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b18n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন