English

15 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
- Advertisement -

সহজ সুযোগ নষ্ট রোনালদোর, খেসারত দিল আল নাসর

- Advertisements -

সৌদি প্রো লিগে নতুন বছরটা ভালোভাবে শুরু করতে পারেনি আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল আহলির কাছে ৩–২ গোলে হেরে গেছে। এই হারের মধ্য দিয়ে চলতি মৌসুমে আল নাসরের ১১ ম্যাচের অপরাজেয় ধারাও শেষ হলো।

ম্যাচে বড় একটি সুযোগ নষ্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘণ্টার কাটা পেরোনোর কিছু পরে যখন আল নাসর ৩-২ গোলে পিছিয়ে, ঠিক তখন দ্রুত পাল্টা আক্রমণে ওঠে দলটা।

জোয়াও ফেলিক্সের বাড়ানো বলটা গিয়ে পড়ে রোনালদোর পায়ে। প্রায় একা গোলরক্ষকের সামনে চলে গিয়েছিলেন তিনি। তবে বল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। বল তার পা থেকে অস্বস্তিকরভাবে লাফিয়ে পড়ে। শটটি ছিল দুর্বল ও লক্ষ্যভ্রষ্ট।

এই হারের আগে সতর্ক সংকেত পেয়েছিল আল নাসর। আগের ম্যাচে তারা আল ইত্তিফাকের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিল। সেই ম্যাচে অল্পের জন্য অপরাজেয় রেকর্ড ধরে রাখতে পেরেছিল দলটি।

আল আহলির বিপক্ষে হারের পর আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ৩১। তারা এখনো লিগ টেবিলে শীর্ষে আছে। তবে শীর্ষস্থান হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। আল হিলাল তাদের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে। রোববার দামাকের বিপক্ষে ম্যাচ খেলবে আল হিলাল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4ahj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন