টানা দ্বিতীয়বারের মতো সৌদি সুপার কাপের ফাইনালে জায়গা করে নিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। তবে এবারও কি অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা ঘরে তুলতে পারবে তারা?
হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে করিম বেনজেমার নেতৃত্বাধীন আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আল নাসর। ম্যাচের নায়ক ছিলেন সাদিও মানে ও জোয়াও ফেলিক্স দুজনই করেন একটি করে গোল। তবে গোল করার পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাদিও মানে, ফলে প্রায় ৭০ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে রোনালদোর দলকে।
ম্যাচের ১০তম মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন মানে। তবে তার ছয় মিনিট পরেই গোল করে আল ইত্তিহাদকে সমতায় ফেরান স্টিভেন বার্গুইন। এরপর ২৫ মিনিটে মানে লাল কার্ড দেখলে রক্ষণে মনোযোগী হয় আল নাসর।
এরপরও ৬১তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন ফেলিক্স, রোনালদোর পাস পেয়ে আলতো ছোঁয়ায় বল জড়ান ইত্তিহাদের জালে। যদিও দ্বিতীয়ার্ধে ফেলিক্স আরেকটি গোল করলেও ভিএআরের সিদ্ধান্তে সেটি বাতিল হয়।
মাঠে সংখ্যায় কম থাকলেও পরিসংখ্যানে এগিয়ে ছিল আল নাসর। ইত্তিহাদের ৬৫% বল দখলের বিপরীতে মাত্র ৩৫% বল দখলে রেখেও আল নাসর নেয় ১৫টি শট, যার মধ্যে দুইটি ছিল সফল। ইত্তিহাদ ১০টি শট নিলেও সফলতা পায় একটিতে।
সেমিফাইনালের অন্য ম্যাচে আজ সন্ধ্যায় আল আহলি ও আল কাদেসিয়া মুখোমুখি হবে। সেখান থেকেই নির্ধারিত হবে ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ।