English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
- Advertisement -

স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

- Advertisements -

আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে পরবর্তী ফুটবল বিশ্বকাপ। এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ওই ড্র অনুষ্ঠানের মঞ্চে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল বিশ্বকাপ ট্রফি।

আর সে ট্রফি মঞ্চে নিয়ে উঠেছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী দলের ফুটবলার, দলটির কোচ বা অফিসিয়ালস, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ফিফা সভাপতি এবং ফিফার নির্ধারিত কিছু কর্মকর্তারাই বিশ্বকাপ ট্রফি সরাসরি  স্পর্শ করার সুযোগ পান ।

কাতারে স্কালোনির অধীনেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সে অর্থে স্কালোনির খালি হাতেই ট্রফি নিয়ে মঞ্চে হাজির হওয়ার কথা। কিন্তু আর্জেন্টিনা কোচের হাতে গ্লাভস পরা ছিল। সমালোচনার শুরুটা হয় সেখান থেকেই।

ওইদিন বিস্ময় প্রকাশ করে স্কালোনি সেদিন করেছিলেন, তাকে যেন আয়োজকেরা চিনতেই পারেননি। কেউ একজন তাকে গ্লাভস পরতে বাধ্য করেছিল। এ ঘটনায় গতকাল শনিবার বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে স্কালোনিকে ডেকে ক্ষমা প্রার্থনা করেন ইনফান্তিনো। পরে তিনি স্কালোনির খালি হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন। ইনফান্তিনো বলেছেন, ফিফার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। (গ্লাভস পরতে বাধ্য করার ব্যাপারটা) আমি জানতাম না।

ফিফা সভাপতি বলেন, অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়নরা খালি হাতে ট্রফি স্পর্শ করতে পারবেন। আমি ক্ষমা চাইছি। বিষয়টা সত্যিই আমি জানতাম না। স্কালোনির মতে, এটা সত্যিই মেনে নেওয়ার মতো না। তবে এটাও সত্য, যত দিন যায়, বিশ্ব চ্যাম্পিয়নদের আরও কম বয়সী দেখায়!

কিন্তু মঞ্চে সেই ট্রফি নেওয়ার সময়ের এক ঘটনা ধরে শুরু হয়েছে বিস্তর সমালোচনা। যে সমালোচনার জেরে আর্জেন্টিনার কোচের কাছে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

তা ড্র অনুষ্ঠানে কী এমন হয়েছিল? স্কালোনি যখন বিশ্বকাপ ট্রফি নিয়ে মঞ্চে হাজির হলেন, তখন দেখা যায়, গ্লাভস হাতে ট্রফি ধরে আছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xlx2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন