২০২৬ ফুটবল বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্পেন। শুক্রবার (২৯ আগস্ট) ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার এই স্কোয়াডে আধিপত্য দেখিয়েছেন বার্সেলোনার ফুটবলাররা। ৭ কাতালান ফুটবলার জায়গা পেয়েছেন স্পেনের এই দলে।
বার্সেলোনা থেকে স্পেনের এই দলে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার পাউ কুবার্সি, মিডফিল্ডার পেদ্রি, গাভি ও ফের্মিন লোপেস এবং ফরোয়ার্ড ফেররান তরেস, দানি ওলমো ও লামিনে ইয়ামাল। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন সবশেষ ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার রদ্রি।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ থেকে সুযোগ পেয়েছেন মাত্র দুই ফুটবলার। অভিজ্ঞ দানি কার্ভাহালের সঙ্গে জায়গা পেয়েছেন তরুণ ডিন হাউসেন।