English

29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
- Advertisement -

হলান্ডের ইতিহাস গড়া ম্যাচে ডর্টমুন্ডকে উড়িয়ে দিল সিটি

- Advertisements -

দেশ ও ক্লাবের হয়ে সমানতালে গোল আদায় করছেন আর্লিং হলান্ড। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজের সাবেক ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও গোল পেয়েছেন নরওয়ের এই তারকা। তাতে জার্মান ক্লাবটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে বড় এই জয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখল সিটি। চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে সিটি। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। পরের দুটি স্থানের দল আর্সেনাল ও ইন্টার মিলানের পয়েন্টও সমান ১২ করে। অন্যদিকে, প্রথম হারের তেতো স্বাদ পেল ডর্টমুন্ড। ৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে বরুশিয়া ডর্টমুন্ড।

ঘরের মাঠে এদিন শুরু থেকেই ডর্টমুন্ডকে চেপে ধরে সিটি। প্রথম ৩০ মিনিটের মধ্যেই দুই গোল দেয় তারা। ২২তম মিনিটে টিয়ানি রেইনডার্সের পাস ধরে কয়েক পা এগিয়ে নিচু কোনাকুনি শট নেন ইংলিশ এই মিডফিল্ডার। দূরের পোস্ট দিয়ে বল জড়ায় জালে।

কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। জেরেমি ডোকুর কাটব্যাক ডি-বক্সের মাঝামাঝি পেয়ে প্রথম ছোঁয়ায় দুর্দান্ত একটি শটে গোল আদায় করেন এই ফরোয়ার্ড। এবারের চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচেই জালের দেখা পেলেন হলান্ড। আসরে চার ম্যাচে তার গোল হলো পাঁচটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে চলতি মৌসুমে তার মোট গোল হলো ১৮টি।

এর মাধ্যমে হলান্ড গড়লেন ইতিহাসও। প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ৫ ম্যাচে গোল পেলেন তিনি। এর আগে ২০১৯-২০ মৌসুমে রেড বুল সলসবুর্গের হয়ে ও ২০২০-২১ মৌসুমে টানা ৫ ম্যাচে গোল করেছিলেন হলান্ড।

ডর্টমুন্ডকে ম্যাচ থেকে এদিন ছিটকে দেন অবশ্য ফোডেন। ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল আদায় করেন তিনি। ৭২তম মিনিটে অবশ্য একটি গোল শোধ করে নাটকীয়তার আভাস দেয় ডর্টমুন্ড। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে জালে বল পাঠিয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q8zg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন