English

26 C
Dhaka
বুধবার, নভেম্বর ১২, ২০২৫
- Advertisement -

২০২৬ বিশ্বকাপই শেষ : রোনালদো

- Advertisements -

নাসিম রুমি: বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিলেন আগামী ফিফা বিশ্বকাপই হবে তার শেষ আসর। ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা বলেছেন, ২০২৬ সালের বিশ্বকাপের পরই বিদায় বলবেন আন্তর্জাতিক ফুটবলকে।

সৌদি আরবের এক ফোরামে ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে রোনালদো বলেন,’নিশ্চিতভাবেই হ্যাঁ, ২০২৬ হবে আমার শেষ বিশ্বকাপ। তখন আমার বয়স হবে ৪১ বছর, আর আমি মনে করি সেটাই হবে সঠিক সময়।

২০২৩ সালে সৌদি ক্লাব আল নাসর-এ যোগ দেওয়ার পর থেকেই রোনালদো ফুটবলে নতুন অধ্যায় শুরু করেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি ইতিমধ্যে ৯৫০টিরও বেশি গোল করে ইতিহাসের অন্যতম সফল গোলদাতা হিসেবে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি শিগগিরই অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে দেওয়া মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রোনালদো আরও বলেন,’সত্যি বলতে, শিগগিরই মানে এক বা দুই বছরের মধ্যে। আমি এখনো মাঠে আছি, খেলাটা উপভোগ করছি।

আগামী বছর তিনি তার ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে চান। ২০০৬ সালের জার্মান বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে হেরে যাওয়া ছিল ট্রফির সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর স্মৃতি।

বর্তমানে পর্তুগাল এখনো ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি। তবে আসন্ন বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই নিশ্চিত হবে তাদের জায়গা পরের আসরে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ospt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন