নাসিম রুমি: ২০২২ বিশ্বকাপ ফাইনাল জয়ের পরদিন ১৯ ডিসেম্বর বিশ্বকাপ ট্রফি হাতে তোলা ছবি এবং কিছু কথা ক্যাপশনে লিখে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন মেসি। মেসির সেই পোস্ট প্রকাশ হওয়ার পর প্রথম ৪০ মিনিটের মধ্যে এক কোটি ‘লাইক’ পরে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্দানের ঘোষণা দেন টেলর সুইফট ও তাঁর প্রেমিক এনএফএলের ফ্র্যাঞ্চাইজি কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে দুনিয়াজুড়ে।
যুক্তরাষ্ট্রের এই সংগীতশিল্পীর করা পোস্টটির মেসির সমপরিমাণ লাইক পেতে সময় লেগেছে ১ ঘণ্টা ৩ মিনিট।আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, বাগ্দানের খবর জানিয়ে এই পপ তারকার করা পোস্টটি ‘লাইক’–এর হিসাবে মেসির ২০২২ বিশ্বকাপ জয় নিয়ে করা পোস্টকে হয়তো ছাড়িয়ে যেতে পারে।
মেসির সেই পোস্টের লাইকের সংখ্যা বর্তমানে ৭ কোটি ৪৫ লাখের বেশি। টেলর সুইফটের বাগ্দানের খবর জানানোর পোস্টটি প্রথম তিন ঘণ্টায় পেয়েছে দেড় কোটি লাইক। পোস্টের ১৩ ঘণ্টা পর লাইকসংখ্যা ২ কোটি ৫৮ লাখের বেশি। দুই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সুইফট ও কেলসে।
সুইফটের কনসার্টে গিয়েছেন মেসি। গত বছর অক্টোবরে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সুইফটের কনসার্ট উপভোগ করেন।