ইতিহাস গড়েছেন বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল বাংলাদেশ।
বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে বাহরাইন ও মায়ানমারকে হারিয়ে।
এমনকি স্বাগতিক মায়ানমার বাইরাইনের বিপক্ষে জিতলেও। অথচ এর আগে এশিয়া কাপে দুইবার (২০১৪ ও ২০২২) কখনোই জয় পায়নি বাংলাদেশ। এবার প্রথম দুই ম্যাচেই যেন সুদে-আসলে সব বুঝে নিল বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ দুই দলই আবার ফিফা র্যাংকিংয়ে বেশ এগিয়ে।
বাংলাদেশের ১২৮ এর বিপরীতে বাহরাইন ৯২ আর মায়ানমার ৫৫ নম্বরে। এর আগের দেখায় ২০১৮ অলিম্পিক বাছাইয়ে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে প্রথম ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। আর আজ ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মায়ানমারকে ২-০ গোলে হারায় ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। প্রতিপক্ষকে স্তব্ধ করে দেওয়া দুটি গোলই করেছেন ঋতুপর্ণা। মায়ানমারের বিপক্ষে এটি প্রথম জয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ev7n