English

26.8 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল হাতিরঝিলে বিউটিফুল বাংলাদেশ রান

- Advertisements -

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ -এটিজেএফবি’র আয়োজনে আগামী ২৫ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫ ।

রান আয়োজনটির টাইটেল স্পন্সর রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

২৫ এপ্রিল শুক্রবার সকাল ৬ টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে।

বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে যুক্ত সাত শতাধিক রানার অংশ নিচ্ছেন বিউটিফুল বাংলাদেশ রানে।

রান আয়োজনটিকে প্রাণবন্ত করতে ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন ডা. নাসরীন আক্তার শিমু। এছাড়া পেসার হিসেবে থাকছেন শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, ডা. মো. নাঈম হোসাইন খান ও কে এম ইয়াসির আরাফাত অমি।

রানা আয়োজনটির সহযোগিতায় রয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, টুরিস্ট পুলিশ বাংলাদেশ, আটাব, টোয়াব, ইলেক্ট্রোলাইট ড্রিঙ্কস একটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন।

বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫ এ আরও পৃষ্ঠপোষকতা রয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ভাইয়া গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ফিটস এয়ার, বেঙ্গল এয়ার লিফট, শেয়ার ট্রিপ, এয়ার ইন্ডিয়া, আমেরিকান টুরিষ্টার, টিপিসি, টাইটান, সামসনিট, স্কিন পারফিউম, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার আস্ট্রা।

বিউটিফুল বাংলাদেশ রান আয়োজন প্রসঙ্গে এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার বলেন, রানের মাধ্যমে দেশের এভিয়েশন এবং পর্যটনকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সম্ভাবনাময় এই দুটি খাতের নানা দিক তুলে ধরা হবে এই মেগা ইভেন্টে। ইতিপূর্বে এটিজেএফবি দেশের পর্যটন শিল্পের বিকাশে সামাজিক দায়বদ্ধতা থেকে একাধিক সফল ট্যুরিজম ফেস্ট আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় এবারের রান আয়োজন।

বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন বলেন, শুধুমাত্র রানেই সীমাবদ্ধ থাকবে না এবারের আয়োজন। রানটাকে উৎসবে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা করা হবে। বিজয়ীদের পাশাপাশি রানে অংশগ্রহণকারী সকলের মাঝে রাফেল ড্র’র মাধ্যমে থাকছে জন্য থাকছে আকর্ষণীয় নানা পুরস্কার।
শুধু তাই নয়, রান শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকছে মেডেল এর ছবি নিয়ে ফটো কনটেস্ট।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/htq9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন