গত মৌসুমটা বাজে কেটেছে বসুন্ধরা কিংসের। প্রিমিয়ার লিগ ফুটবলে হয়েছে তৃতীয়। রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতাকে এনেও লিগ শিরোপা পায়নি। নতুন মৌসুমের শুরুতে দলবদল নিয়ে সেভাবে জোরোলো মনোভাব দেখা যায়নি কিংস কর্তাদের মধ্যে। শেষ দিকে এসে একের পর এক চমক দেখিয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার কিউবা মিচেলকে দলে নিয়ে হইচই ফেলে দেওয়া কিংস কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসকে। গত আসরের ব্যর্থতা ভুলতে এবার শক্তিশালী দল গঠনে মনোযোগ দেয় কিংস কর্তৃপক্ষ।
গত মৌসুমে ভালো করেননি এমন বেশ কয়েকজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে বসুন্ধরা। গেম টাইমিংয়ের জন্য শেখ মোরসালিন যোগ দিয়েছেন ঢাকা আবাহনীতে। অবশ্য মোরসালিনকে রাখার খুব একটা চেষ্টা করেনি ক্লাবটি। মোরসালিনের সঙ্গে ক্লাব ছেড়েছেন রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম ও টুটুল হোসেন বাদশা।
দেশীয় তারকাদের মধ্যে আবাহনীর অধিনায়ক মোহাম্মদ হৃদয়কে নিজেদের ডেরায় নিয়ে আসে সাবেক চ্যাম্পিয়নরা। বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রেও চমক দেখায় বসুন্ধরা। ঢাকা আবাহনী থেকে রাফায়েল অগাস্তো, মোহামেডানের এমানুয়েল সানডের সঙ্গে চুক্তি করে শক্তি বাড়ায় সাবেক চ্যাম্পিয়নরা। তবে বাংলাদেশের ফুটবলে দলবদলে সবচেয়ে বড় চমকটা তারা দেখায় ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার মিচেলের সঙ্গে চুক্তি করে।
ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড যুব দলের জার্সিতে মাঠ মাতানো কিউবা মিচেল ইউরোপের সুযোগ-সুবিধা ছেড়ে বাংলাদেশে যে আসবেন তা অনেকেই ভাবেননি। নতুন মৌসুমে সান্ডারল্যান্ড তাঁর সঙ্গে চুক্তি না করলেও চাইলে ইংল্যান্ডের অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারতেন ১৯ বছর বয়সী এ মিডফিল্ডার। উন্নতমানের জীবন ছেড়ে বাংলাদেশে তাঁর আসা নিয়ে নানান আলোচনা হচ্ছে।
বসুন্ধরা কিংসের একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, তারা কীভাবে মিচেলকে রাজি করিয়েছেন। তাঁকে রাজি করানোর জন্য কিংস কর্তৃপক্ষ কিছু প্রস্তাবনা দিয়েছিল বলে জানায় সূত্রটি; যার মধ্যে অন্যতম হলো–বসুন্ধরা কিংসের প্রধান ফুটবলার হবেন তিনি। তাঁকে ঘিরেই হবে মূল পরিকল্পনা। মিচেলের প্লেয়িং স্টাইলের সঙ্গে মিল রেখে করা হবে স্কোয়াড। একই সঙ্গে পেতে পারেন নাম্বার টেন জার্সি।
অন্য বিদেশিদের যে পরিমাণ সুযোগ-সুবিধা দিত বসুন্ধরা কিংস, মিচেলের ক্ষেত্রে তা একটু বেশিই হবে বলে জানিয়েছে ক্লাবের ওই সূত্র, ‘যেহেতু মিচেলের বেড়ে ওঠা ইংল্যান্ড এবং সান্ডারল্যান্ডের মতো ক্লাবে খেলেছেন, তাই তাঁর ওজনটা আমাদের বুঝতে হবে। তাঁর জন্য ভালো মানের সুযোগ-সুবিধা আমরা দেব।’
তিন বছরের চুক্তি হলেও টাকার অঙ্কটা কত তা প্রকাশ করেনি ওই সূত্র। অন্য একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, মিচেলের মাসিক বেতন হবে প্রায় ১০ লাখ টাকা। দ্রুতই কিংসশিবিরে যোগ দেওয়ার কথা তাঁর। সবকিছু ঠিক থাকলে ১২ আগস্ট দোহায় সিরিয়ার আল কারামাহর বিপক্ষে কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অব ম্যাচে দেখা যাবে এ মিডফিল্ডারকে। এরপর সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে তিনি যোগ দেবেন বাংলাদেশ দলে।