English

12.1 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
- Advertisement -

খালেদা জিয়ার প্রয়াণে আবেগাপ্লুত বিসিবি সভাপতি বুলবুল

- Advertisements -

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই শোকের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

খালেদা জিয়ার প্রয়াণের কারণে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত রাখা হয়।

ম্যাচ না হলেও বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানেই সাবেক প্রধানমন্ত্রীকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। 

বুলবুল বলেন, ‘খালেদা জিয়া ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের প্রতি সবসময়ই আন্তরিক ছিলেন। ক্রিকেটে সাফল্যের সময় তিনি ক্রিকেটারদের নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন।

নিজের জীবনের স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণের সময় সেই সম্মান নিজ হাতে খালেদা জিয়াই তার গলায় পরিয়ে দিয়েছিলেন। এসব স্মৃতি মনে পড়তেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যের কথাও স্মরণ করেন বুলবুল। তিনি জানান, চ্যাম্পিয়ন হওয়ার পর মিন্টো রোডে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

সে সময় সহ-অধিনায়ক হিসেবে মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে অনিচ্ছাকৃতভাবে ভুল বলার ঘটনাও স্মৃতিচারণ করেন তিনি।

বিসিবির কর্মসূচি সম্পর্কে বুলবুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আগামীকাল শোক দিবস উপলক্ষ্যে বিসিবি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তিনি আরও বলেন, এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই। এটি একজন সাবেক প্রধানমন্ত্রী ও দেশের নাগরিক হিসেবে তার প্রতি সম্মান ও শোক প্রকাশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/grz8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন