English

18.5 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
- Advertisement -

গম্ভীর কোচ নন, ম্যানেজার: কপিল দেব

- Advertisements -

নাসিম রুমি: ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বর্তমান ক্রীড়াক্ষেত্রে ‘কোচ’ শব্দটির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। কলকাতায় ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজকাল যাদের কোচ বলা হচ্ছে, আসলে তাদের ম্যানেজার বলা বেশি সঠিক।

কিংবদন্তি এই ভারতীয় ব্যাটারের মতে, টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর একজন কোচ নন, তিনি দলের ম্যানেজার।

বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে গৌতম গম্ভীরের পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ রয়েছেন। একই ধরনের কাঠামো ভারতীয় ফুটবল দলেও দেখা যায়। এই প্রসঙ্গে কপিল দেব বলেন, এখন কোচ শব্দটি খুব সাধারণ হয়ে গেছে। কিন্তু প্রকৃত অর্থে কোচ হলেন সেই ব্যক্তি, যিনি কাউকে কিছু শেখান।

নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে কপিল বলেন, স্কুল বা কলেজ পর্যায়ে কোচের প্রয়োজন হয়, কারণ সেখানে শেখানোর বিষয় থাকে। কিন্তু জাতীয় দলে গৌতম গম্ভীর কাউকে স্পিন বোলিং বা উইকেটকিপিং শেখাবেন না। তার মূল দায়িত্ব দলকে পরিচালনা করা। একজন ম্যানেজারের কাজ হল খেলোয়াড়দের স্বচ্ছন্দ রাখা, যাতে তারা নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারে।

গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। ব্যাটিং অর্ডারে ঘন ঘন পরিবর্তন এবং তরুণ খেলোয়াড়দের উপর অতিরিক্ত ভরসার কারণে ভারতের টেস্ট দল প্রত্যাশিত ফল পাচ্ছে না বলে সমালোচনা বাড়ছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে কপিল দেব মন্তব্য করতে চাননি। তিনি বলেন, সাধারণ দর্শকরা যেভাবে ক্রিকেট দেখেন, তিনিও সেভাবেই দেখেন। বিসিসিআই তাকে ডাকে না বা তিনি এর জন্য পারিশ্রমিকও পান না, তাই মাঠের ভিতরের বিষয়গুলো কাছ থেকে দেখা তার পক্ষে সম্ভব নয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/13q2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন