English

26.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২৩, ২০২৫
- Advertisement -

নতুন ফুটবলার কিনতে কারো চলে যাওয়ার অপেক্ষা করবে না ম্যানইউ: আমুরি

- Advertisements -

গ্রীষ্মের দলবদলে ক্লাব ছাড়তে চাওয়া কয়েকজন ফুটবলার এখনও নতুন ঠিকানা খুঁজে না পেলেও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন আমুরি জানিয়েছেন, নতুন খেলোয়াড় কেনার জন্য কারো চলে যাওয়ার অপেক্ষা করবে না ক্লাব।

গত জুলাইয়ে ইউনাইটেড জানিয়েছিল, পাঁচজন খেলোয়াড় দল ছাড়তে চান। এর মধ্যে মার্কাস র‍্যাশফোর্ড ধারে যোগ দিয়েছেন বার্সেলোনায়। তবে আলেহান্দ্রো গার্নাচো, আন্তোনি, টাইরেল মালাসিয়া ও জেডন স্যানচো এখনো রয়েছেন ক্লাবে। এই চারজনকে দলে না রেখেই গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে ম্যাচের স্কোয়াড সাজিয়েছিলেন অ্যামুরি। ম্যাচে ১-০ গোলে হেরে নতুন মৌসুম শুরু করে ইউনাইটেড।

লিগে পরবর্তী ম্যাচে রবিবার ফুলহ্যামের মুখোমুখি হবে তারা। ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আমুরি বলেন, “আমি জানি, খেলোয়াড়দের এই অবস্থায় থাকা ভালো নয়। তারা অন্য ক্লাবে খেলতে চায়, এটা আমরা জানি। তবে আমরা কারো চলে যাওয়ার পরেই নতুন খেলোয়াড় নেব—এমন নয়। অন্য খেলোয়াড়কে আনার জন্য আমরা কারো চলে যাওয়ার অপেক্ষা করছি না, করবোও না। আমরা যেভাবে সম্ভব দলকে শক্তিশালী করব।”

এই গ্রীষ্মে এখন পর্যন্ত প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে বেনিয়ামিন শেশকো, মাতেউস কুইয়া এবং ব্রায়ান এমবুমোকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি দলবদলের জানালা বন্ধ হবে আগামী ১ সেপ্টেম্বর।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u1d8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন