এক বিশাল ট্রান্সফার রেকর্ড গড়ে লিভারপুল ফরোয়ার্ড অলিভিয়া স্মিথকে দলে নিচ্ছে আর্সেনাল নারী দল। ইংল্যান্ডের উইমেন্স সুপার লিগে (ডব্লিউএসএল)-এর এই লেনদেনের পরিমাণ এক মিলিয়ন পাউন্ড, যা নারী ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।
এই মুহূর্তে নারী ফুটবলের স্থানান্তরের সর্বোচ্চ রেকর্ডটি ছিল জানুয়ারিতে চেলসির ৯ লাখ পাউন্ডে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার নাওমি গিরমাকে সাইন করানো।
২০২৪ সালের জুলাইয়ে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং থেকে লিভারপুলে এসেছিলেন স্মিথ।
সেসময় লিভারপুল তাকে ক্লাব-রেকর্ড ২ লাখ পাউন্ডের কিছু বেশি ট্রান্সফারে নিয়েছিল। প্রথম ডব্লিউএসএল মৌসুমেই ২০ ম্যাচে সাতটি গোল করেছেন তিনি। কানাডার হয়ে ইতিমধ্যে খেলেছেন ১৮টি আন্তর্জাতিক ম্যাচ, যেখানে করেছেন চার গোল।
২০ বছর বয়সী কানাডিয়ান ফরোয়ার্ড স্মিথের এখনও লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি বাকি, কিন্তু আর্সেনালের বিশাল অঙ্কের প্রস্তাব লিভারপুল গ্রহণ করেছে।