English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

ব্যাটে বলে ফিল্ডিংয়ে অল-রাউন্ড নৈপূণ্য দেখালেন নারিন

- Advertisements -

নাসিম রুমি: অবশেষে জয়ের দেখা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তারা ১৪ রানে জিতেছে। এই জয়ে অল-রাউন্ড নৈপূণ্য দেখিয়েছেন সুনিল নারিন। প্রথমে ব্যাট হাতে ১৬ বলে ২৭ রান। এর পর ২৯ রানে ৩ উইকেট। মাঝে একটি ক্যাচ এবং সরাসরি থ্রোয়ে একটি রান আউটও করেছেন এই ক্যারিবিয়ান। ম্যাচসেরার পুরস্কার পেলেও জয়ের কৃতিত্ব দিয়েছেন সবাইকে।

ম্যাচ শেষে নারিন বলেছেন, ‘দলের সবার প্রচেষ্টাতেই আমরা জিতেছি। মাঝের দিকের ওভারে অঙ্গকৃশ এবং রিঙ্কু ভালো খেলেছে। আমি নিজে যতবারই ব্যর্থ হই না কেন, ফিরে আসার চেষ্টা করি এবং দলকে সাহায্য করার চেষ্টা করি। আজও (গতকাল) সেটাই করেছি। কিছু কিছু ম্যাচে শুরুটা ভালো হলেও পরের দিকে চাপে পড়তে হয়। আবার কিছু ম্যাচে শুরুটা খারাপ হলেও শেষটা ভালো হয়। আজ দ্বিতীয়টাই হয়েছে।’

দিল্লির তিন বিস্ফোরক ব্যাটার ফাফ ডুপ্লেসি, অক্ষর প্যাটেল এবং ট্রিস্টান স্টাবসকে ফিরিয়েছেন নারিন। পরিস্থিতির বিচারে সবগুলো উইকেটই মহাগুরুত্বপূর্ণ। তবু নারিনের কাছে প্রশ্ন ছিল- কোন উইকেটটি সেরা? জবাবে ক্যারিবিয়ান অল-রাউন্ডার বলেন, ‘তিনটি উইকেট পেয়েই ভালো লাগছে। কারণ সবগুলো উইকেটই গুরুত্বপূর্ণ ছিল। আসলে যত বেশি উইকেট পাব, তত দলের জন্য ভালো হবে। তাই সেরা উইকেট নিয়ে মাথা ঘামাই না।’

ব্যাটিং, বোলিং তবু ঠিক আছে। কিন্তু সরাসরি থ্রোয়ে নারিন কাউকে রান আউট করছেন, এমনটা সচরাচর দেখা যায় না। সেটাই দেখা গেছে মঙ্গলবারের ম্যাচে। শর্ট ফাইন লেগ থেকে সরাসরি থ্রোয়ে ভালো ফর্মে থাকা লোকেশ রাহুলকে আউট করেন নারিন। ওই আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রিভিউয়ে থার্ড আম্পায়ার আউট ঘোষণার পর বাকিরা যখন উৎসব করেছেন, তখনও ভাবলেশহীন ছিলেন নারিন।

সেই রান আউটের প্রসঙ্গে ক্যারিবিয়ন অল-রাউন্ডার বলেন, ‘আমি জানি যে, আমি খুব ভালো ফিল্ডার না। কিন্তু কখনো রান-আউট করতে পারলে খুব ভালো লাগে। আজকের রান আউটের পেছনে আলাদা কোনো রহস্য নেই। সবসময় চেষ্টা করি বলটা যত দ্রুতসম্ভব উইকেট লক্ষ্য করে ছুড়ে দিতে। দল চাপে থাকলে নিজের পারফরম্যান্স দিয়ে অধিনায়ককে সাহায্য করার চেষ্টা করি। এজন্য কঠোর অনুশীলন করতে হয়।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kx0s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন