স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাদের ভবিষ্যত পরিকল্পনায় আরেকটি গুরুত্বপূর্ণ নাম যুক্ত করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব বোর্নমাউথের স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে ১৫ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
চুক্তির অংশ হিসেবে রিয়াল মাদ্রিদ হুইসেনের জন্য বোর্নমাউথকে ৫০ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ পরিশোধ করেছে। গত রাতে লন্ডনে মেডিকেল পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার—যার মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে সব আনুষ্ঠানিকতা।
২০ বছর বয়সী হুইসেনকে নিয়ে রিয়াল মাদ্রিদের পরিকল্পনা বেশ স্পষ্ট—তাকে ভবিষ্যতের রক্ষণভাগের ভরসা হিসেবে গড়ে তোলাই লস ব্লাঙ্কোদের মূল লক্ষ্য। ইতোমধ্যে তার অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ায়, আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপেও রিয়ালের স্কোয়াডে দেখা যাবে এই তরুণকে।
বোর্নমাউথে ধারাবাহিক পারফরম্যান্সে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের নজরে আসেন হুইসেন। তবে শেষ পর্যন্ত এই রেসে জয়ী হয় রিয়াল মাদ্রিদই।