সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা ক্লাব ইন্টার মিলান। সেই দলকেই কিনা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো!
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে হারলেও গতকাল সোমবার ফ্লুমিনেন্সের কাছে ২-০ ব্যবধানের হারটা যেন কোনোভাবেই মানতে পারছেন না ইন্টার মিলানের অধিনায়ক লাওতারো মার্টিনেজ।
শেষ ষোলোতে ফ্লুমিনেন্সের কাছে হারের পর হতাশা লুকাননি এই আর্জেন্টাইন। নিষ্প্রাণ পারফরম্যান্সের জন্য সতীর্থদের তীব্র সমালোচনা করেছেন তিনি। দলের জন্য আরও বেশি ত্যাগ স্বীকারের আহ্বানও জানান।
দৃঢ়প্রতিজ্ঞ ফ্লুমিনেন্সের বিপক্ষে শেষ মুহূর্ত ছাড়া পুরো ম্যাচে তেমন কোনো হুমকি তৈরি করতে পারেনি ইতালিয়ান ক্লাব ইন্টার। এতে সতীর্থদের ওপর ক্ষুব্ধ হন আর্জেন্টাইন স্ট্রাইকার।
লাউতারো বলেন, ‘আমি বড় ট্রফির জন্য লড়তে চাই। কেউ ইন্টারে থাকতে চাইলে ঠিক আছে। চলুন একসাথে লড়াই করি। কিন্তু যারা থাকতে চায় না, তারা চলে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা এখানে থাকতে চায়। আমরা একটি গুরুত্বপূর্ণ জার্সি পরেছি। আমাদের উচ্চ পর্যায়ের মানসিকতা দরকার। না হলে অনুগ্রহ করে চলে যান।’
শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ক্লাব বিশ্বকাপে এসেছিল ইন্টার। কিন্তু গ্রুপ পর্বে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে ২-০ গোলে হারানো ছাড়া পুরো টুর্নামেন্ট জুড়ে তারা ছিল অস্থির। জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসকে শেষ মুহূর্তে গোল করে হারিয়েছিল। আর মেক্সিকান ক্লাব মন্তেরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ইতালিয়ান ক্লাবটি।
এই মৌসুমে কোনো ঘরোয়া শিরোপাও জিততে পারেনি ইন্টার।
লাওতারো বলেন, ‘এটা ছিল দীর্ঘ ও ক্লান্তিকর এক মৌসুম। আমরা কোনো শিরোপা ছাড়াই শেষ করেছি। এটা একটি সাধারণ বার্তা। যদি আমরা শীর্ষে থাকতে চাই এবং ট্রফির জন্য লড়াই করতে চাই, তবে আমাদের ভেতরে সেই ক্ষুধা থাকতে হবে… । যারা আমাদের অনুসরণ করতে এখানে এসেছে সেই ভক্তদের কাছে আমি ক্ষমা চাই। আমি দলের অধিনায়ক এবং আমি চাই আমরা যেন শীর্ষ পর্যায়ে থাকি।’
আগামী আগস্টে ঘরের মাঠে তোরিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন সিরিআ মৌসুম শুরু করবে ইন্টার।