জহিরুল ইসলাম মিশু,নিরাপদ নিউজ: সিলেট টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ডকে অল আউট করতে পারেনি বাংলাদেশ। দিন শেষে দলটির সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড প্রথম ওভারেই উইকেট হারায়। হাসান মাহমুদের বলে বিদায় নেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি (০)। এরপর ক্যাচ মিসের সুযোগে ইনিংস বড় করেছে পল স্টারলিং ও কারমাইকেল। দুজনই পান ফিফটির দেখা। ৭৬ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন স্টারলিং। ৫৯ রান করেন কারমাইকেল।
সহজ ক্যাচ মিস করলেন মিরাজ, তাইজুল ও সাদমান। পরে এই মিছিলে যোগ দিলেন শান্ত ও মুশফিকও। আগেভাবে যেখানে অল আউট করার সুযোগ ছিল আইরিশদের সেখানে সিলেট টেস্টের প্রথম দিন শেষে সফরকারীদেরই স্পষ্ট দাপট দেখা যাচ্ছে।
আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর দ্রুত বিদায় নিলেও মিডল অর্ডারের বদান্যতায় ভালো সংগ্রহের দিকে আগায় দলটি। কার্টিস কাম্ফার ৪৪ রান করে বিদায় নেন অভিষিক্ত হাসান মুরাদের বলে। মুরাদ পরে বিদায় করেন লরকান টাকারকেও (৪১)। ৩০ রান করা জর্ডান নেইলকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। দিন শেষে ২১ রানে অপরাজিত আছে ব্যারি ম্যাকার্থি। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দুটি মুরাদের। আর একটি করে উইকেট নেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাইজুল ইসলাম।
