অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। হলুদ জ্বরের টিকা না নেওয়ায় দল থেকে বাদ পড়লেন অ্যাটলেটিকো মাদ্রিদের তিন খেলোয়াড় হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা এবং হুলিয়ানো সিমিওনে।
সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানিয়েছে, আফ্রিকান দেশটিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় হলুদ জ্বরের টিকার কাগজপত্র সময়মতো সম্পন্ন না করার কারণেই এই তিন খেলোয়াড়কে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে, এই শুক্রবার অনুষ্ঠিতব্য আলবিসেলেস্তেদের ম্যাচে তারা অংশ নিতে পারবেন না।
কোচ লিওনেল স্কালোনির জন্য এই অনুপস্থিতিগুলো নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কারণ, এর আগেই তাকে আর্জেন্টিনার ঘরোয়া লিগে খেলা একাধিক খেলোয়াড়কে ছেড়ে দিতে হয়েছে। ঘরোয়া লিগের নিয়মিত পর্বের শেষ ম্যাচে অংশ নেওয়ার জন্য লেয়ান্দ্রো পারেদেস, মার্কোস আকুনা, গনসালো মনতিয়েল, লাউতারো রিভেরো এবং ফাকুন্দো কামবেসেসকে এই স্কোয়াডে রাখা হয়নি।
অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটিই হবে এই বছর (২০২৫) আর্জেন্টিনা জাতীয় দলের শেষ ম্যাচ। এরপর তারা একেবারে মার্চ ২০২৬-এ মাঠে নামবে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের আগে স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হবে।
এই ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা কেবল একটিই প্রীতি ম্যাচ খেলছে, কারণ দ্বিতীয় ম্যাচের জন্য প্রতিপক্ষ নিশ্চিত করা যায়নি। অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের পর, দলটি ইউরোপে ফিরে যাবে এবং ফিফা আন্তর্জাতিক বিরতির শেষ দিন, অর্থাৎ ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে।
