English

19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
- Advertisement -

প্রতিভাবানদের সম্মান জানাতে প্রথমা বাংলাদেশের সফলতার গল্প শীর্ষক আয়োজন

- Advertisements -

সালাম মাহমুদ: সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা এবং অনন্য সাফল্যের উদাহরণ সৃষ্টি করা ৩০ জন প্রতিভাবান ব্যক্তিকে সম্মান জানাতে প্রথমা বাংলাদেশ (PBIF) কর্তৃক অনুষ্ঠিত হয় অনুপ্রেরণামূলক আয়োজন ‘সফলতার গল্প ২০২৫’।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত বিলাসবহুল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এ বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ বিচারক রবিউল আউয়াল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথমা বাংলাদেশের সিইও মো. আব্দুর রাজ্জাকসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের শতাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এ বছর ব্যবসা, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি এবং সৃজনশীল কনটেন্ট নির্মাণসহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৩০ জন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় ‘Medal of Success Award 2025’। এই সম্মাননা প্রদান করা হয় তাঁদের, যাঁরা সমাজে ইতিবাচক ভূমিকা রেখে অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সাফল্যের গল্প গড়ে তুলেছেন।

আয়োজকরা জানান, ‘সফলতার গল্প’ কেবল একটি পুরস্কার অনুষ্ঠান নয়; এটি একটি অনুপ্রেরণার প্ল্যাটফর্ম, যেখানে বাস্তব জীবনের গল্প মানুষের মাঝে শক্তি, সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। প্রতিটি সাফল্যের পেছনে যে অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম কাজ করে—এই বার্তাই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nmlp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন