বৃহস্পতিবার (১০) সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসি আর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বৃহস্পতিবার নমুনা পরিক্ষায় ২৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৫ জন, সুনামগঞ্জ জেলার ২ জন,হবিগঞ্জ জেলার ১ জন,ও মৌলভীবাজার জেলার ১ জন।
এবার আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। একই সাথে এ ভাইরাস ধরা পড়েছে সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের শরীরেও।
আজ বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এই তালিকায় তাদের দুই জনের নাম রয়েছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষায় ৫৫ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জ জেলার ৩ জন, মৌলভীবাজার জেলার ১৫ জন ও হবিগঞ্জ জেলার ১১ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৩ জন।এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৩০৩ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ২১৩ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৬৬২ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬২৪ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪৬, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া সিলেট বিভাগের ৮ হাজার ৬৬৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪৩৯, সুনামগঞ্জে ১৮৬৪, হবিগঞ্জে ১১০৪, মৌলভীবাজারে ১২৬২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/q7zn
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন