হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলাম ভূঁইয়ার (৭৮) মৃত্যুর সংবাদ শোনার কিছুক্ষণ পরই তার স্ত্রী আনোয়ারা বেগম (৭০) মারা যান। স্বামী-স্ত্রীর এক সঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এ নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাজুল ইসলাম ভূঁইয়া অসুস্থ্যজনিত কারণে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। বুধবার (২১ ডিসেম্বর) সকালে মারা যান তিনি।
এ সংবাদ বাড়িতে অবস্থানরত স্ত্রী শোনার কিছুক্ষণ পরই তিনিও মারা যান। বুধবার বিকেলে স্বামী-স্ত্রী দুজনের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়।