ইমন আহমদ ফাহিম: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় শ্রীমঙ্গল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় এবং কাজের অভিন্ন মানদন্ডের ভিত্তিতে তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সভা কক্ষে এক অনুষ্ঠানে ওসি বিনয় ভূষন রায়ের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা গেছে- মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার সহ শ্রীমঙ্গল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/a4xe