রবিবার (২০) সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসি আর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান শনিবার নমুনা পরিক্ষায় ২৮ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৬ জন, মৌলভীবাজার জেলার ১ জন ও হবিগঞ্জ জেলার ১ জন। রবিবার শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ২ জন চিকিৎসক রয়েছেন ও সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক দফতর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম সহ পরিবারের ৪ জন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ২৯ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৮ জন, হবিগঞ্জ জেলার ৮ জন, সুনামগঞ্জ জেলায় ৮ ও মৌলভীবাজার জেলার ৫ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৫১ জন।এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৬৪৭ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৩১১ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৭১৯ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬৮৬ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫৩, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৫ এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া সিলেট বিভাগের ৯ হাজার ৮৫৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৫১২৪, সুনামগঞ্জে ১৯৮৭, হবিগঞ্জে ১২৬৭, মৌলভীবাজারে ১৪৯৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
রবিবার সিলেটের দুই ল্যাবে বিভাগে ৫৭ জনের করোনা পজেটিভ, আক্রান্ত আরো ২ চিকিৎসক সহ একই পরিবারের ৪ জন
The short URL of the present article is: https://www.nirapadnews.com/49vi
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন