রবিবার (১৬) আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান রবিবার ২৮২টি নমুনা পরিক্ষায় ৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তদের মধ্যে সিলেটের ২৫ এবং মৌলভীবাজারের ২৪ জন রয়েছেন বলেও জানান তিনি।এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ৪৩ টি নমুনা পরীক্ষায় ২১ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৭৯ জন।সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২২, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া সিলেট বিভাগের ৪ হাজার ৪৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৪৯১, সুনামগঞ্জে ১৩১৬, হবিগঞ্জে ৯০৬, মৌলভীবাজারে ৭২৯ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xo1t
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন