তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি বলেছেন করোনা মহামারীর সময় সব কিছু স্থবির হয়ে গেলেও সাংবাদিকদের কলম বন্ধ ছিলনা । মহান স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের অবদান ছিল অপরিসীম । তিনি বলেন সাংবাদিকরা সম্মুখ যোদ্ধা । তারা সব সময় গুজবের বিরুদ্ধে কাজ করছেন। মন্ত্রী আজ সিলেটে সাংবাদিক কল্যান ট্রাষ্ট এর আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেটের শতাধিক সাংবাদিকের হাতে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, যারা আমাদের অহেতুক সমালোচনা করেছিলেন এই অনুদানের তালিকায় তাদের নামও আছে। বৃহস্পতিবার(২০) আগস্ট বিকাল ৪ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া জেসমিন মিলির সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সাধারন সম্পাদক শাবান মাহমুদ, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুতফুর রহমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাব সভাপতি তাপস দাস পুরকায়স্থ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xzfl
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন