English

31.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

সিলেটে রমজান উপলক্ষে ফুড প্যাক বিতরণ

- Advertisements -

পবিত্র রমজান উপলক্ষে সিলেট নগরীর অর্ধশত হতদরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লন্ডনভিত্তিক চ্যারিটি সংস্থা সিম্পল রিজন।

রমজান শুরুর প্রথম দিন থেকে নগরীর লন্ডনী রোড,লালাদিঘির পাড়,আখালিয়া,বরইকান্দি,ছালিয়া ও বটেশ্বর এলাকায় গরিব রোজাদার পরিবারের মধ্যে এক মাসের খাদ্য সামগ্রীর সহায়তা প্রদান করে এই দাতব্য সংস্থা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল তেল,ডাল,আলু,পেঁয়াজ,খেজুর,চিনি ও লবন।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সিম্পল রিজনের ভলেন্টিয়ার মাসুম আহমদ, মাশুক আহমদ রিপন, ইমরান ইমন,আব্দুর রহমান।

বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য ও ত্রাণ সহায়তা ছাড়া ও বিশুদ্ধ পানি সরবরাহ জন্য দেশের বিভিন্ন জায়গায় টিউবওয়েল স্থাপন করে আসছে লন্ডন ভিত্তিক এই সংস্থাটি। এছাড়াও করানো কালীন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংস্থাটি।

সংস্থার প্রধান নির্বাহী হোসেন আহমদ জানান,ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিদের সহায়তায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে আসছে সিম্পল রিজন। এসময় তিনি সংস্থার সকল দাতা ও ভলেন্টিয়ারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x9g9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন