English

26 C
Dhaka
বুধবার, অক্টোবর ৯, ২০২৪
- Advertisement -

সিলেট জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

- Advertisements -

বিগত ২ অক্টোবর’২১ তারিখে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মুলতবি হওয়া সভা আজ ৯অক্টোবর’২১ শনিবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য এবং মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জনাব এমরান আহমদ, এমপি বলেন- আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয় সুনিশ্চিত করতে হলে এখনই তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সকল কমিটি পুনর্গঠন করতে হবে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Advertisements

সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সিলেট জেলার ১৩টি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৩টি উপজেলায় নিম্নলিখিত তারিখ অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্টিত হবে। ২২অক্টোবর’২১ গোলাপগঞ্জ উপজেলা, ২৩অক্টোবর’২১ বিয়ানীবাজার উপজেলা, ২৪ অক্টোবর’২১ ফেঞ্চুগঞ্জ উপজেলা, ২৫অক্টোবর’২১ ওসমানী নগর উপজেলা, ৩০অক্টোবর’২১ কানাইঘাট উপজেলা, ০৬নভেম্বর’২১ জৈন্তাপুর উপজেলা, ০৭নভেম্বর’২১ গোয়াইনঘাট উপজেলা, ১৩নভেম্বর’২১ জকিগঞ্জ উপজেলা, ১৪নভেম্বর’২১ কোম্পানীগঞ্জ উপজেলা, ১৫নভেম্বর’২১ বিশ্বনাথ উপজেলা, ২০নভেম্বর’২১ দক্ষিণ সুরমা উপজেলা, ২১নভেম্বর’২১ বালাগঞ্জ উপজেলা এবং ২৭নভেম্বর’২১ সিলেট সদর উপজেলা।

Advertisements

এছাড়াও যেসকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ জেলা কমিটি বিদ্যমান রয়েছে সেসকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে মেয়াদোত্তীর্ণ উপজেলা সমূহে অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন করা এবং যেসব উপজেলায় তাদের কমিটি নেই সেসব উপজেলায় স্ব স্ব সংগঠনের কমিটি গঠনের উদ্যোগ নেয়ার নির্দশনা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলীয় প্রার্থী নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আজকের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবির, মুক্তিযোদ্ধা সা’দ উদ্দিন আহমদ, এড. শাহ মোঃ মোসাহিদ আলী, নাজনীন হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এড. আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এড. মিসবাহ উদ্দিন সিরাজ, লোকমান উদ্দিন চৌধুরী, মোঃ ইব্রাহীম, হাজী আব্দুল হাসিব মনিয়া, লুৎফর রহমান, আবু জাহেদ, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, আব্দুল বাছিত টুটুল, এড. নুরে আলম সিরাজী, কামাল আহমদ, মোঃ আব্দুল বারী, আবু হেনা মোঃ ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এড. আফসর আহমদ, এড. ফখরুল ইসলাম, এড. মনসুর রশীদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু জাহাঙ্গীর আলম, হাজী আবুল লেইছ চৌধুরী, গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন