English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

সুনামগঞ্জের তাহিরপুরে আমানাহ জামে মসজিদের উদ্বোধন

- Advertisements -

সিলেট ব্যুরো, নিরাপদ নিউজ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও বালুচর, দক্ষিণ হাটি পূর্বপাড়ায় আমানাহ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাযের পর আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মহান আল্লাহর রাস্তায় দান কখনো বৃথা যায় না। এই দান মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত জারি থাকে।

মরহুম মুহিব উদ্দিন আহমদের স্মৃতির উদ্দেশ্যে মসজিদটি নির্মাণ করেন সিলেটের হাউজিং এষ্টেটের বাসিন্দা দানশীল ব্যক্তিত্ব বাহার উদ্দিন আহমদ।

মসজিদের মোতাওয়াল্লী ও জাবেদ ফাউন্ডেশন সিলেটের সভাপতি ডা: এম.এ জাবেদ খানের সভাপতিত্বে মসজিদ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আমির আলী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ, সিলেট জেলা কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবন, ডা: জহিরুল ইসলাম, মাওলানা উমর ফারুক, বিশিষ্ট সমাজসেবী জাম্মান আহমদ রাসেল, বালাগঞ্জ জামেয়ার শিক্ষক মাওলানা গোলাম মোস্তফা, আমানাহ জামে মসজিদের উপদেষ্টা রুহুল আমিন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ফাহিম আহমদ, দারুল উলুম হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ঘাগটিয়ার নায়বে মুহতামিম মাওঃ রুহুল আমীন গাজীনগরী, গাবুরগাঁও দারুল কুরআন দাখিল মাদরাসার সুপার মাওলানা কামরুজ্জামান, আমির-খোশবাহার হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ছাতকের প্রধান শিক্ষক হাফিজ মোঃ তাজির উদ্দিন, কলাগাঁও জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান, হাওর বাংলা টেকনিক্যাল ইনস্টিটিউট সুপারিন্টেন্ডেন্ট জাবের আহমদ জাবেদ, হুমায়ুন রশিদ মাহদী প্রমুখ।

ইকবাল আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে দোআ পরিচালনা করেন দারুল উলুম হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ঘাগটিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মুফতি আব্দুল্লাহ। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d23o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন