মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের ভীতি দূর করা, শব্দভাণ্ডার বৃদ্ধি, ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ তৈরি ও ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে ‘ওয়ার্ড মাস্টার’ প্রতিযোগিতা আয়োজন করে দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। উজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে কমলগঞ্জস্থ গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির কার্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অঙ্কিতা কানু।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপক শেখ জুবেলের সভাপতিত্বে এবং একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান মিজানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গুড নেইবারস মৌলভীবাজারের কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারপার্সন শিক্ষিকা বিলকিস বেগম, কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, সিডিসি সদস্য শাব্বির এলাহী, প্রকল্প ব্যবস্থাপক অ্যান্ড্রু মল্লিক, এডমিন অফিসার আব্দুর রহমান ফাইয়াজ,, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম,সাংবাদিক সাদিকুর রহমান সামু ও রুহুল ইসলাম হৃদয়।
গুড নেইবারস্ বাংলাদেশের ব্যবস্থাপক শেখ জুবেল বলেন, ‘ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সেখানে গুড নেইবারস্ বাংলাদেশের সকল সিডিপির বিজয়ীরা অংশ নেবেন। গুড নেইবারস্ বাংলাদেশ সুনামের সঙ্গে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার সংক্রান্ত কর্মসূচী, নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও সমবায় ভিত্তিক আয় বৃদ্ধি কর্মসূচী, স্থানীয় যুবকদের জন্য কর্মমুখী শিক্ষা কাজ করে তাকে গুড নেইবারস বাংলাদেশ।