চলতি মাসে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সিলেটে বেড়েছে করোনায় মৃত্যুর হারও। করোনায় এভাবে প্রাণহানি বাড়ার ফলে জনমনে আবারও নতুন করে সৃষ্টি হয়েছে আতঙ্ক। গত নভেম্বর মাসে মারা গেছেন ১১ জন। তবে চলতি ডিসেম্বর মাসের ২০ দিনে মারা গেলেন ১৭ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসের শেষ দিন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা যান ২৩৩ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে মোট মৃত্যু হয়েছে মোট ২৬১ জনের। পর্যন্ত মৃত ২৬১ জনের মধ্যে সিলেট জেলায় ১৯৭, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
সোমবার ২১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫২৭৫ জন। এ মধ্যে সিলেট জেলায় ৮৯৬৩, সুনামগঞ্জে ২৫০৪, হবিগঞ্জে ১৯৪২ ও মৌলভীবাজার জেলায় ১৮৬৬ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪১৭০ জন। এর মধ্যে সিলেটে ৮৪০৯, সুনামগঞ্জে ২৪৪৭, হবিগঞ্জে ১৫৮৫ ও মৌলভীবাজারে ১৭২৯ জন। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩১ জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ২৯ ও হবিগঞ্জে ২ জন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/4kv5
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন