English

26.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

করোনা উচ্চ সংক্রমণের ঝুঁকিতে সিলেট: দৈনিক সংক্রমণের সংখ্যা ১শ’ ছাড়ালো

- Advertisements -

সিলেটে ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনের করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের হিসাবকে। বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৩০ জন।
এদিকে দেশের ২৯টি জেলা করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে আছে সিলেট জেলাও।

গত ২৪ ঘণ্টায় সিলেটে শনাক্ত হওয়া ১০১ জন করোনা আক্রান্ত রোগীর ৫৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জে ৯ জন ও মৌলভীবাজার জেলায় আরও ৩০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন রোগীর শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এদিকে নতুন করে করোনায় আক্রান্ত ১০১ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৩৩০ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৬৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৮২ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৫০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮ জন।
সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ৯৮ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৯৪৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৬৯৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৩ জন।

মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ২৮৩ জন। এরমধ্যে সিলেট জেলার ২১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২৩ জন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/heov
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন