English

30.1 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
- Advertisement -

চিকনপুর ব্রিজ সংলগ্ন প্লাবনভূ‌মি‌তে ২৬০ কে‌জি পোনামাছ অবমুক্তকরণ

- Advertisements -

হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২১ -২০২২ অর্থ বছ‌রে রাজস্ব খা‌তের আওতায় চিকনপুর ব্রিজ সংলগ্ন প্লাবনভূ‌মি‌তে ২৬০ কে‌জি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

উপজেলা কৃষি দপ্তরের বাস্তবায়নে গতকাল মঙ্গলবারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর সিলেটের সি‌নিয়র সহকারী প‌রিচালক আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, ওসি সাইদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আবু হানিফ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিনসহ মৎস‌্যজীবী ও অন‌্যান‌্য গন‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ।

ওই দিন ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে বিকাল ৫ টায় স্থানীয় বুল্লা বাজারে ১৫ কেজি আফ্রিকান মাগুর মাছ আটক করা হয়।আটক ব্যক্তিকে ১ এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।আটককৃত মাছ মাটিতে পুঁতে রেখে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y7wx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন