English

26 C
Dhaka
রবিবার, নভেম্বর ২, ২০২৫
- Advertisement -

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

- Advertisements -

সিলেট ব্যুরো,নিরাপদ নিউজ: আন্তর্জাতিক মানের লাগসই গবেষণার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। সিকৃবি’র শিক্ষক ও গবেষকদের দ্বারা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত সময়োপযোগী গবেষণাসমূহের ফলাফল সিকৃবি’র জার্নাল ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি’ সহ বিভিন্ন হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে নিয়মিত প্রকাশিত হচ্ছে। যার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ইন্টারন্যাশনাল সিস্টেম ফর অ্যাগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এজিআরআইএস) ডাটাবেজে স্থান পেয়েছে কৃষি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সিকৃবি।

খাদ্য ও কৃষি সংস্থার এ বৈশ্বিক ডাটাবেজ আনুষ্ঠানিকভাবে সিকৃবি’র সাময়িকী ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি’কে তার বৈশ্বিক কৃষি বিজ্ঞান বিষয়ক প্ল্যাটফর্মে একীভূত করেছে। এর ফলে সিকৃবি’র গবেষণার জন্য বৃহত্তর আন্তর্জাতিক দৃশ্যমানতা, বিশ্বব্যাপী কৃষি বিজ্ঞানে বাংলাদেশের অবদানের স্বীকৃতি এবং সমস্ত প্রকাশিত কাজের জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক আস্থার পথ নিশ্চিত হয়েছে। এ ডাটাবেজে সিকৃবি’র জন্য ইউনিক আইডি বিডিও প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘এজিআরআইএস’ ডাটাবেজে সিকৃবি স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, সিকৃবি’র জার্নাল ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি’ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পাওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক রাঙ্কিংয়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সিকৃবি’র সাময়িকীটি ইতোমধ্যে ডিওআই ইনডেক্সিং ও বাংলাজল প্লাটফর্মেও অন্তর্ভূক্ত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, সাময়িকীটি সিকৃবি রিসার্চ সিস্টেমের (সাউরেস) তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9h00
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন