বৃহস্পতিবার (২২) অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসি আর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান বৃহস্পতিবার নমুনা পরিক্ষায় ২৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৮ জন, সুনামগঞ্জ জেলার ১ জন,হবিগঞ্জ জেলার ৩ জন ও মৌলভীবাজার জেলার ২ জন বাসিন্দা রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ১৬২ টি নমুনা পরীক্ষায় ১৭ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, মৌলভীবাজার জেলার ৩ জন ও হবিগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১০ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৩০৮ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৩৯৯ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৮০২ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭৯১ জন। সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬৪, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৪১ জন করোনা মুক্ত হয়েছেন। এই নিয়ে সিলেট বিভাগের ১১ হাজার ৭৭২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৬৩১৩, সুনামগঞ্জে ২৩০৪, হবিগঞ্জে ১৫০৯, মৌলভীবাজারে ১৬৪৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tsi4
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন