English

20 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
- Advertisement -

মৌলভীবাজারে পাওয়া গেল ’৭১ এর গ্রেনেড

- Advertisements -

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশে ধানি জমিতে একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে এক বাড়ির পাশে এই গ্রেনেড পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে একটি পুকুরে এই গ্রেনেডটি পাওয়া যায়। এরপরে পতনঊষার ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদ এবং পুলিশকে অবগত করা হয়।

পুলিশ রেড ফ্ল্যাগ লাগিয়ে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে।

স্থানীয়রা ধারণা করছেন গ্রেনেডটি বহু পুরোনো এবং ধারণা করা হচ্ছে, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করত। 

স্থানীয়দের মতে, সে সময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে।

এর আগেও গতবছর জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা এটিকে ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের পুরাতন গ্রেনেড’ বলে মন্তব্য করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছি। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে।

তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rbfr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন