English

29 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

লাখাইয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল

- Advertisements -

লাখাইয়ে আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৬টি ইউপির চেয়ারম্যান ও সদস্য পদে (নারী/পুরষ) প্রার্থীরা তাতের মনোনয়ন পত্র জমা দিয়েছে।

উপ‌জেলার নির্বাচন অফিস সু‌ত্রে জানা যায়, উপজেলার ১নং লাখাই ইউনিয়ন পরিষদে চেয়ারম‌্যান প‌দে ৯জন, সংর‌ক্ষিত ম‌হিলা সদস‌্য ১৭ জন এবং সাধারণ পুরুষ সদস‌্য ৪০ জন ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রে‌ছে।

২নং মুড়াকরি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত (নারী) সদস্য ১১জন, সাধারন সদস্য (পুরুষ) ৩৪জন। ৩নং মুড়িয়াউক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত (নারী) সদস্য ১৩জন, সাধারণ সদস্য (পুরুষ)৪৯জন। ৪নং বামৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত (নারী) সদস্য ১৮জন,সাধারন সদস্য (পুরুষ) ৩৮জন। ৫ নং করাব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত ( নারী) সদস্য ১১জন,সাধারন সদস্য পুরুষ ৪৬জন। ৬নং বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত (নারী) ১৪জন, সাধারণ সদস্য (পুরুষ) ৪৬জন প্রার্থী তাদের মনোনায়ন পত্র সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জমা দেন।

৬ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীগন হলেন

লাখাই ইউনিয়ন
মোঃ এনায়েত হোসেন,বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপম,শরিফ উদ্দিন তালুকদার, নিলুফা ইয়াসমিন কলি,মোঃ এনামুল হক চৌধুরী, মোঃ জুলহাস মিয়া,মোহাম্মদ হোসাইন, সোহেল রানা,মোঃ সাদির মিয়া।

মোড়াকরি ইউনিয়ন
মাহফুজুর রহমান,বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, মাহমুদুল হাসান, মোঃ জাহিদুল ইসলাম, সালা উদ্দিন সুমন, এডভোকেট মোঃ সামছুল ইসলাম ও শফিকুল আলম গোলাপ।

মোড়াকরি ইউনিয়ন
আজিজুর রহমান রনক,বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই,সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, মোঃ নোমান মিয়া,মোঃ মাসুক মিয়া, হাজী মোখলেছুর রহমান, হাজী জানে আলম, জহুরুল ইসলাম ও মোঃ কাজল মিয়া।

বামৈ ইউনিয়ন
শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুন,খসরু নোমান,মোর্শেদ কামাল,আমজাদ হোসেন ফুরুক ও মামুনুর রশীদ।

করাব ইউনিয়ন
আব্দুল কদ্দুস,বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই কামাল, ইকরামুল মজিদ চৌধুরী শাকিল, জুয়েল রানা,মাহবুবু উদ্দিন, বাদশা মিয়া, মহিউদ্দিন আহমেদ, ও কামরুল হাসান।

বুল্লা ইউনিয়ন
এডভোকেট খোকন চন্দ্র গোপ, জাহারুল ইসলাম তাউছ, শেখ মোঃ মোর্শেদ কামাল, অমূল্য রায়, এডভোকেট মোশাররফ হোসেন,ইয়ার হোসেন ও মোঃ আরিফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিস।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন