English

22 C
Dhaka
মঙ্গলবার, মে ৭, ২০২৪
- Advertisement -

লোডশেডিংয়ের প্রতিবাদে হবিগঞ্জে সড়ক অবরোধ

- Advertisements -

হবিগঞ্জে অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট ও হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গাছ কাটার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবিগঞ্জবাসীর ব্যানারের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করা হয়।

Advertisements

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন সাধারণ মানুষ। পরে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

অবরোধকালে বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাবেক ছাত্রনেত্রী মাহমুদা খা, ছাত্রনেতা ও শিক্ষার্থী প্রণব কুমার দেব প্রমূখ।

Advertisements

পরে অবরোধস্থলে এসে হবিগঞ্জের ভয়াবহ লোডশেডিং সমস্যা এক সপ্তাহের মধ্যে নিরসন করার প্রতিশ্রুতি দেন হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম।

তিনি বলেন, হবিগঞ্জে বিদ্যুতের চাহিদা প্রতিদিন ১৯ মেগাওয়াট। সেখানে আমরা পাচ্ছি মাত্র ৭ মেগাওয়াট। ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন