English

31.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

সিলেটে ট্রাক বন্ধের দাবীতে প্রতিবাদ সভা

- Advertisements -

সিলেট শহরতলীর সাহেবের বাজারে ট্রাক বন্ধের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনসার আলির সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী, সাংবাদিক সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি মোঃ ইদ্রিস আলি,ডা.আমির আলি,সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মোঃমামুনুর রশীদ শামিম,সদস্য আব্দুর রহিম,শিক্ষানুরাগী ইমাম উদ্দিন,সাহেবের বাজার মাদরাসার কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মোঃ আব্দুল বাসিত,সাবেক ছাত্রনেতা ইমরান আলি তালুকদার,কালাগুল চা-বাগান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, আবদুল মুহিত,ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ,হাজী আব্দুস ছামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক মোঃ কাওছার আহমেদ,সাহেবের বাজার ব্যবসায়ী সমিতি’র সদস্য মোহাম্মদ আলি।

এসময় বক্তারা বলেন, সাহেবের বাজার রাস্তা দিয়ে বড় বড় ট্রাক চলাচলের কারণে ঝুকিপূর্ণ অবস্থায় জনসাধারণ চলাফেরা করছেন,রাস্তা ঘাট ভেঙে গর্তের সৃষ্টি হচ্ছে। বালু ও পাথর বোঝাই বড় বড় ট্রাকের অবাধ চলাচলের ফলে যেকোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই তাজাপ্রাণ ঝরে যাওয়ার আগে,দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে প্রদক্ষেপ নিতে হবে বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

এসময় সহস্র মানুষ হাত উচিয়ে ট্রাক বন্ধের জোর দাবী জানান। বৃহত্তর এলাকার ছাত্র-ছাত্রী,পথচারী জনসাধারণের চলাফেরার কথা চিন্তা করে বক্তারা উদ্বেগ প্রকাশ করে ট্রাক বন্ধের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন খাদিম নগর ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালমান আল-হারুন, সাহেবের বাজার সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি, হাঃআব্দুস সালাম, আতিকুর রহমান, সাইফুল আলম, ইয়াং স্টার সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি আনোয়ার হোসেনও রিপন আহমেদ, এডুকেশন ফর সার্বিস (ই-এস)এর প্রতিনিধি আবুল কালাম ও মাছুম আহমেদ, রামপুর লতিফিয়া যুব সমাজের প্রতিনিধি সয়ফুল আলম, মনজুর হোসেন, শহিদ আহমেদ, পঞ্চগ্রাম যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আজাদ মিয়া, সাধারণ সম্পাদক নয়ন নমঃ, পীরের গাঁও যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, বড়বন্দ হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি দুলাল আহমেদ ও আলমগীর হোসেন,সাহেবের বাজার ক্রিকেট একাডেমির প্রতিনিধি-তামিম ও লাহিন আহমদ, দেবাইর বহর আলোর নিশান সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি আবুল কালাম, রুবেল আহমেদ, সাহেবের বাজার আদর্শ সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি আব্দুল মতিন প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/01m8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন