সিলেট নগরীর কাস্টঘর এলাকায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রায়হান আহমেদ। তিনি নগরীর আখালিয়াস্থ নেহারিপাড়া এলাকার বাসিন্দা।
রোববার (১১ অক্টোবর) ভোরে কাস্টঘর এলাকায় এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র জ্যোতির্ময় সরকার।
ছিনতাইকালে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। নিহত রায়হানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
রোববার ভোরে নগরীর কাস্টঘর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে রায়হান আহমেদকে আটক করে স্থানীয়রা। পরে লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রায়হানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় ওসমানীর ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান রায়হান আহমেদের নামে সিলেটের বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। ময়না তদন্ত শেষে বিকাল ৩টার দিকে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xlao
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন