সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম বলেছেন নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। এসময় তিনি বলেন শুধু চালক নয় যাত্রী, পথচারী সাধারণ মানুষকে সমান সচেতন হতে হবে।
২১ অক্টোবর ২০২০ বুধবার বিকাল চার ঘটিকার সময় ডিআইজি সিলেট রেঞ্জ অফিসের দপ্তরে আগামীকাল ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় ও সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা)র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিসচার কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এর সফলতা কামনা করেন এবং নিসচা’র সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/cx3m
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন